ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশ করা হবে।

এদিন বেলা ১১টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন  উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।



সোমবার (২৬অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তির ওয়েবসাইট থেকে (admission.eis.du.ac.bd) ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।
 
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Ga<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএসএমে  ফলাফল জানা যাবে।

গত ১০ অক্টোবর ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান ও ১৭ অক্টোবর  অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে  সাধারণ জ্ঞান পরীক্ষায়  ৫ হাজার ৭শ ১০ জন অংশ নেয়। এ পরীক্ষায় উত্তীর্ণ ৪৯৬জন পরীক্ষার্থী পরবর্তীতে অংকন পরীক্ষায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।