ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে চালু হচ্ছে সান্ধ্যকালীন এমএ ইংলিশ

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
কুবিতে চালু হচ্ছে সান্ধ্যকালীন এমএ ইংলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ সান্ধ্যকালীন এমএ ইন ইংলিশ কোর্স চালু করতে যাচ্ছে।

এ কোর্সে যেকোনো বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি (পাস) সম্পন্ন শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

১৮ মাস মেয়াদী এ কোর্স সম্পন্ন হবে ৪৮ ক্রেডিটে। শিক্ষার্থী ভর্তি করা হবে স্প্রিং, সামার ও ফল তিন সেশনে।

বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন কলা ও মানবিক অনুষদের ডিন এবং বিভাগের সভাপতি এম এম শরীফুল করীম।

সান্ধ্যকালীন কোর্সের প্রথম ব্যাচের আবেদনপত্র আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) অথবা জনতা ব্যাংকের কুমিল্লা কান্দিরপাড় ও কুবি শাখায়।

এছাড়া ০১৭৭৯-৬৭৭৫৯৮ নম্বরে যোগাযোগের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।