ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এমপিও’র দাবিতে চলছে শিক্ষকদের ৪র্থ দিনের অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এমপিও’র দাবিতে চলছে শিক্ষকদের ৪র্থ দিনের অনশন ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বীকৃত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য ফেডারেশনের আমরণ অনশনের ৪র্থ দিন চলছে।
 
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে চতুর্থদিনের মতো এ কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষক-কর্মচারীরা।


 
শুক্রবার (৩০ অক্টোবর) থেকে বেসরকারি সব নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির (সরকারি মাসিক বেতন ভাতার অংশ) দাবিতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে আসছে শিক্ষক-কর্মচারীরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। চারদিনের অনশনে অনেকে অসুস্থও হয়ে পড়েছেন। তাদের বক্তব্য, এমপিওভুক্তির ঘোষণা না আসা পর‌্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে একই দাবিতে ২৬ ও ২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনার এবং ২৮ ও ২৯ অক্টোবর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এসব শিক্ষক ও কর্মচারী।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।