ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
পবিপ্রবিতে বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

পবিপ্রবি (পটুয়াখালী): পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্রদের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর হলের বর্ধিতাংশ, মেয়েদের বেগম ফজিলাতুন্নেছা হলের বর্ধিতাংশ, ও একটি তিন তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।



এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুদ্দীন।

আরো উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ, প্রফেসর আ ক ম মোস্তফা জামান, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর মো. হামিদুর রহমান অত্র অনুষদের ডিন ড. মো. আব্দুর রশিদ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাম্পাসের উন্নয়নে আরো কিছু দাবি ভিসি স্যারের সামনে তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয় (বরিশাল ক্যাম্পাস) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফাহাদ হোসেন শুভ বলেন, আমরা ভিসি স্যারের কাছে কেন্দ্রীয় মাঠ সংস্কার, জিমনেশিয়াম উন্নয়ন, রাস্তা, বাসসহ নানা দাবি তুলে ধরেছি উনি আমাদের যথাসম্ভব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।