ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান ২য় বর্ষের পরীক্ষা শুরু ৭ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান ২য় বর্ষের পরীক্ষা শুরু ৭ নভেম্বর

গাজীপুর: পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ সালের সম্মান ২য় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৭ নভেম্বর। দুপুর ১টা থেকে এ পরীক্ষা শুরু হবে।


 
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশের ৪৭৩টি কলেজের ১৮৪টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৩৬ হাজার ৩২৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন।

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। সেই সঙ্গে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকদের সহযোগিতাও কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘন্টা, নভেম্বর ০৫, ২০১৫/আপডেট: ১৬৫৮
টিআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।