ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ১৯-২১ ডিসেম্বর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
জাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ১৯-২১ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (মেধা তালিকা অনুসারে) অনুষ্ঠিত হবে আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও দু’টি ইনস্টিটিউটে (মেধা তালিকায়) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা থাকায় তাদের মৌখিক পরীক্ষা ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৬ ও ২৭ ডিসেম্বর। এতে উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি হতে হবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে। এ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও নৃগোষ্ঠী কোটা রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য-সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মাদ আলী জানান, ভর্তি সংশ্লিষ্ট যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission) জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।