ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নাসিরনগরে জেএসসি কেন্দ্রে নকল সরবরাহ, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
নাসিরনগরে জেএসসি কেন্দ্রে নকল সরবরাহ, আটক ৩ ছবি : প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জেএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহের অভিযোগে দুই কলেজ ছাত্রসহ তিনজনকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ইউএনও চৌধুরী মোয়াজ্জেম আহমেদ চাতলপাড় উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তিনজনকে আটক করেন।



আটক ব্যক্তিরা হলেন চাতলপাড় ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র স্থানীয় কচুয়া গ্রামের কৃপা সিন্ধু (১৮), তার সহপাঠী কাঁঠালককান্দি গ্রামের নাজমুল (১৮) ও একই এলাকার স্থানীয় ফাস্টফুড দোকানি রুবেল (২০)।

মোয়াজ্জেম আহমেদ জানান, আটক তিনজনকে সদর থানায় রাখা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।