ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি পরীক্ষা

উল্লাপাড়ায় কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
উল্লাপাড়ায় কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষকের কারাদণ্ড ছবি : প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জেএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) ধরইল বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সন্দ্বীপ কুমার সরকার এ সাজার নির্দেশ দেন।



সাজাপ্রাপ্তরা হলেন, ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবু সাত্তার আজাদ, সহকারী শিক্ষক ছানোয়ার হোসেন, আবুল কালাম আজাদ ও প্রতাপ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান।

ইউএনও সন্দ্বীপ সরকার বাংলানিউজকে জানান, ওই কেন্দ্রে সোমবার ধর্ম বিষয়ের পরীক্ষা চলাকালে প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন কয়েক শিক্ষক। তাই তাদের ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।