ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বশেমুরবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফার্মেসি বিভাগে ক্যারিয়ার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ফার্মেসি বিভাগের শ্রেণি কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অংশ নেন ফার্মেসি বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মীর ইমাম ইবনে ওয়াহেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের (ফার্মেসি অনুষদ) প্রফেসর ড. বিপ্লব কুমার দাস, বি সি এস আই আর রাজশাহী’র পি এস ও নাজিম উদ্দীন আহমেদ।

বক্তারা ফার্মেসি বিষয় নিয়ে পড়ার গুরত্ব, ফার্মাসিস্ট হিসেবে দেশের প্রতি দায়িত্ব-কর্তব্য ও ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

উচ্চতর শিক্ষা ও গবেষণার মাধ্যমে নতুন ড্রাগ (ওষুধ) উদ্ভাবনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিতও করেন তারা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী খান, প্রভাষক মো. শফিকুল ইসলাম, শামস আরা খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।