ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সমাপনীতে সিলেটে আড়াই লক্ষাধিক শিক্ষার্থী

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
সমাপনীতে সিলেটে আড়াই লক্ষাধিক শিক্ষার্থী ফাইল ফটো

সিলেট: সিলেটে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে আড়াই লাখের বেশি খুদে শিক্ষার্থী।

রোববার (২২ নভেম্বর) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে ছোটদের এ পাবলিক পরীক্ষা।

যা ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।

এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার সিলেট বিভাগের চার জেলায় মোট ৬০৮ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ লাখ ৫৫ হাজার ৭০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন সমাপনীতে।

এরমধ্যে এক লাখ ১৬ হাজার ৯৯৩ জন ছাত্র এবং একলাখ ৩৮ হাজার ৭৭ জন ছাত্রী।

সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকে ২ লাখ ৩৭ হাজার ২৬৩ জন এবং ইবতেদায়ীতে ১৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

সিলেট জেলার ২০৫টি কেন্দ্রে ৭৫ হাজার ৬০১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। আর ইবতেদায়ীতে অংশ নিচ্ছেন ৭ হাজার ৫৯২ জন শিক্ষার্থী।

মৌলভীবাজার জেলার ১০৮টি কেন্দ্রে পরীক্ষা দেবেন ৫৪ হাজার ৩১২ শিক্ষার্থী।   আর  ইবতেদায়ীতে অংশ নিচ্ছেন ৩ হাজার ২১২ পরীক্ষার্থী।

হবিগঞ্জের ১৩৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রাথীমকে ৪৮ হাজার ৮১২ এবং ইবতেদায়ীতে অংশ নেবে ২ হাজার ৭১৫ শিক্ষার্থী।

এছাড়া সুনামগঞ্জ জেলায় ১৬২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৫৮ হাজার ৫৩৮ শিক্ষার্থী প্রাথমিকে এবং ইবতেদায়ীতে ৪ হাজার ২৮৮শিক্ষার্থী অংশ নিচ্ছে।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ পরিচালক তাহমিনা খানম বাংলানিউজকে বলেন, এরইমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা,  নভেম্বর ২০, ২০১৫
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।