ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিএসসি পরীক্ষা

রাজশাহী বিভাগে অংশ নিচ্ছে সাড়ে ৩ লাখ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
রাজশাহী বিভাগে অংশ নিচ্ছে সাড়ে ৩ লাখ পরীক্ষার্থী ফাইল ফটো

রাজশাহী: রোববার থেকে অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় এ বছর রাজশাহী বিভাগ থেকে ৩ লাখ ৪১ হাজার ৩২৮জন পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৭৪৩ জন।



শনিবার (২১ নভেম্বর) প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের বাংলানিউজকে বলেন, গত বছর রাজশাহী বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ২৯ হাজার ৮০৪ জন। সে হিসাবে এবার রাজশাহী বিভাগে পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে ১১ হাজার ৫২৪ জন। পাসের হার বৃদ্ধি, ঝরে পড়ার প্রবণতা হ্রাস, পড়া-লেখায় শিক্ষার্থীদের মনোযোগী হওয়াসহ নানান কারণে এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে, যোগ করেন তিনি।

আবুল খায়ের আরও বলেন, পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষা গ্রহণে যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজশাহী বিভাগে এবার ৩ লাখ ৪১ হাজার ৩২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে মোট ২৯ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী রয়েছে।

পিএসসি পরীক্ষায় রাজশাহী জেলা থেকে ৪৭ হাজার ৭৪৩ জন, নাটোর থেকে ২৯ হাজার ৭১৫ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩২ হাজার ১৫৪, নওগাঁ থেকে ৪৩ হাজার ৭০ জন, বগুড়া থেকে ৫৫ হাজার ২২৮ জন, জয়পুরহাট থেকে ১৪ হাজার ৪৯৩ জন, পাবনা থেকে ৫১ হাজার ৭৩ জন ও সিরাজগঞ্জ থেকে ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষা শেষ হবে আগামী ২৯ নভেম্বর। রাজশাহী বিভাগে মোট ৩৮৫টি কেন্দ্রে একযোগে প্রতিদিন বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর দেড়টায়। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের ২০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।