ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাঙামাটিতে শিক্ষার্থীদের জন্য ফাইবার বোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
রাঙামাটিতে শিক্ষার্থীদের জন্য ফাইবার বোট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাপ্তাই হ্রদ সংলগ্ন প্রত্যন্ত আমতলি রেজিস্টার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফাইবার বোট দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে বোটটি দেওয়া হয়েছে।



মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পাবলিক হেলথ জলযান ঘাটে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. রাসেলের হাতে বোটের চাবি তুলে দেন।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদীব কান্তি দাশ, রেমলিয়ানা পাংখোয়া, প্রশাসনিক কর্মকর্তা মণতোষ চাকমা ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।