ঢাকা: ভারতের আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিএ পড়ার সুযোগ দিচ্ছে। বিশ্বের খ্যাতনামা বিজনেস স্কুলগুলোর মধ্যে অন্যতম আহমেদাবাদের আইআইএম।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান-১ এর ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি, রোড নং-২৪, বাড়ি-৩৫) ভারতের শিক্ষাবিদরা এক মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশি ছাত্রদের কাছে সেখানে পড়াশোনার সুযোগ-সুবিধার নানা বিষয় তুলে ধরেন।
ভারতের শিক্ষাবিদদের মধ্যে ছিলেন- আহমেদাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর ডিন (প্রোগ্রামস) প্রফেসর অজয় পাণ্ডে, পোস্ট গ্রাজ্যুয়েট প্রোগ্রামের চেয়ারপারসন প্রফেসর শৈলেশ গান্ধী ও সিনিয়র এক্সিকিউটিভ (কমিউনিকেশনস) প্রফেসর উজ্জ্বল কুমার দে।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশন আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি (শিক্ষা) জিষ্ণু প্রসূন মুখার্জি, শিক্ষার অ্যাটাশে প্রমোদ কুমার মহাজন প্রমুখ।
তারা বাংলাদেশের ছাত্রদের ভিসাসহ সব ধরনের সহযোগিতার কথা তুলে ধরেন। এদিনের এ অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আহমেদাবাদে পড়াশোনার নানা খুঁটিনাটি বিষয় প্রশ্ন করে জেনে নেন।
আহমেদাবাদ আইআইএম-এ ম্যানেজমেন্ট (এমবিএ) পড়ার মেয়াদ ফুল টাইম রেসিডেন্সিয়াল প্রোগ্রাম দুই বছর।
তবে অভিজ্ঞদের স্বল্পকালীন কোর্সেরও অধ্যয়নের সুযোগ রয়েছে বলে তারা জানান। পাশাপাশি মেধাবী ছাত্রদের ভারতে ভালো চাকরির সুযোগ রয়েছে বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসএস/এএ