ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৩৭ শিক্ষার্থীকে সম্মাননা দিলো আইইউবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
১৩৭ শিক্ষার্থীকে সম্মাননা দিলো আইইউবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি বছরের ১৩৭ কৃতী শিক্ষার্থীকে একাডেমিক অ্যাওয়ার্ড দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, রাজধানীর বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভাইস চ্যান্সেলর অনার লিস্টভুক্ত শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা এবং ডিনস অনার লিস্টভুক্ত শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা দেওয়া হয়।

সম্মাননা প্রদান করেন আইইউবির ভিসি অধ্যাপক এম ওমর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোনা রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন অধ্যাপক মিলান প্যাগন, প্রো-ভিসি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।