ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে উন্মুক্ত পথপাঠ পাঠাগারের উদ্বোধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বাকৃবিতে উন্মুক্ত পথপাঠ পাঠাগারের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): শহীদ বুদ্ধিজীবী দিবসে সব বুদ্ধিজীবী শহীদদের প্রতি সম্মান রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের সহায়তায় পথচলা শুরু করল উন্মুক্ত পাঠাগার “পথপাঠ”।

সোমবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ পাঠাগার।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীদের প্রচেষ্টার ফল উন্মুক্ত পাঠাগার পথপাঠ।

পথপাঠ সৃষ্টি নিয়ে শিক্ষার্থীরা জানান, সমাজের সব হিংসা-বিদ্বেষ, দুর্নীতি দূর করতে অন্যতম হাতিয়ার হচ্ছে বই। বই পারে সব অসঙ্গতি দূর করে সুন্দর একটি সমাজ নির্মাণ করতে। আর তাই চায়ের স্টলে আড্ডা দেওয়ার সময় যাতে সবাই একটুখানি বইয়ের পাতায় চোখ বুলাতে পারে সেটাই আমাদের লক্ষ্য। সবার জন্য পাঠাগারটি উন্মুক্ত থাকবে এবং যে কোনো সময় পাঠকরা বই পড়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।