ঢাকা: রাজধানীর দনিয়া এলাকায় অবস্থিত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের ‘পাঠোন্নতি ও পুরস্কার বিতরণ-২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিএলডি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ লায়ন মাসুদ হাসান লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা’র চেয়ারম্যান প্রফেসর মো. আবু বক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ।
এ বছর মেধাতালিকা ও বিদ্যালয়ে সর্বোচ্চ উপস্থিতির জন্য সর্বমোট ১ হাজার ৮ শত ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। ২০০৩ সালে প্রতিষ্ঠার পর বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা ৪৫০০। ৩৫০ জন শিক্ষক-শিক্ষিকা এবং প্রায় ২ শতাধিক স্টাফ নিয়ে প্রতিষ্ঠানটি দনিয়া তথা রাজধানীর অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলেছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ওএইচ/আরআই