ঢাকা: দেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ‘রোকেয়া স্মৃতি পদক ২০১৫’ এবং ‘মহীয়সী বেগম রোকেয়া স্মৃতি শিক্ষা পদক ২০১৫’ পাওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী অভিনন্দন জানিয়েছে সিন্ডিকেট সদস্যরা।
রোববার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরপর দু’টি পদক অর্জন করায় সিন্ডিকেটের ৪৭তম সভায় শনিবার তাকে অভিনন্দন জানানো হয়।
এর আগে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পক্ষ থেকে ‘রোকেয়া স্মৃতি পদক ২০১৫’ এবং রংপুর রিপোর্টার্স ক্লাব এর পক্ষ থেকে ‘মহীয়সী বেগম রোকেয়া স্মৃতি শিক্ষা পদক ২০১৫’ দেওয়া হয় ড. এ কে এম নূর-উন-নবীকে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এটি।