ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যাত্রা শুরু করলো দক্ষিণ সুনামগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
যাত্রা শুরু করলো দক্ষিণ সুনামগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ

সিলেট: ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজে অধ্যায়নরত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে ‘দক্ষিণ সুনামগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ’।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে কলেজের শহীদ মিনারে অনুষ্ঠিত সভায় সমাজবিজ্ঞান বিভাগের স্নাতোকত্তর ছাত্র সাদিকুর রহমানকে আহ্বায়ক ও একই বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকির আহমদকে সদস্য সচিব করে ১৪ সদস্যের এ কমিটি গঠন করা হয়।



কমিটিতে আশফাক আহমদ ও নিরেশ তালুকদারকে যুগ্ম আহ্বায়ক এবং বাপ্পু কুমার দাস, মুশাররফ হোসেন, কামরুজ্জামান জেরিন, জাহেদ হোসেন, আজাদ, জমির হোসেন, আফজাল হোসেন, নাজমুল হুদা, দিলোয়ার, ইমরান আহমদ ও ওলিউর রহমানকে সদস্য করা হয়েছে।

উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতোকত্তর ছাত্র জ্যোতির্ময় দাস সৌরভকে কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে।

বৈঠকে আগামী দুই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এমসি কলেজে অধ্যায়নরত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের পরিষদের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এএএন/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।