ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ধনবাড়ীতে শিক্ষকদের মানববন্ধন-সভা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ধনবাড়ীতে শিক্ষকদের মানববন্ধন-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য শর্তহীনভাবে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের ধনবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।



এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মীর মো.আশরাফ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাবিব উদ্দিন, আব্দুল মান্নান, মাসুদ কবীর, রফিকুল ইসলাম, মাহাবুবুর রহমান খসরু।

মানববন্ধন ও আলোচনা সভা শেষে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা জানুয়ারি ১৮, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।