ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ফোকলোর সম্মেলন ১৫-১৬ এপ্রিল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
রাবিতে ফোকলোর সম্মেলন ১৫-১৬ এপ্রিল

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন।

‘ফোকলোর অধ্যয়নের সাম্প্রতিক ধারা’ শীর্ষক এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

এছাড়া একই সময়ে রাবির ফোকলোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হবে।

রাবির ফোকলোর বিভাগ ও ফোকলোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ফোকলোর বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের সভাপতি অধ্যাপক মোর্বারা সিদ্দিকা।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করবেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল খালেক।

বিশেষ অতিথি থাকবেন রাবির উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, ঢাকার উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা এবং লালন গবেষক জাপানি নাগরিক নাওমি ওয়াতানাবে।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমিরেটাস বরুণ কুমার চক্রবর্তী।

সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুকরা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক অধ্যাপক আখতার হোসেন, ফোকলোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।