ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কালিয়াকৈরে বৃত্তিতে প্রথম স্থানে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
কালিয়াকৈরে বৃত্তিতে প্রথম স্থানে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল

গাজীপুর: ২০১৫ সালে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় সবচেয়ে বেশি বৃত্তি পেয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যে প্রথম স্থান পেয়েছে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

 

মঙ্গলবার (১৯ এপ্রিল) এ ফলাফল ঘোষণা করা হয়।

ওই প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ২০ জন, সাধারণ গ্রেডে সাতজন ও সম্পূরক দুইজন। এছাড়া দ্বিতীয় হয়েছে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চেষ্টায় এই ফলাফল করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।