চুয়াডাঙ্গা: যারা শিক্ষা নিয়ে বাণিজ্য করছে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক।
শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্ত মঞ্চে শিক্ষার মান উন্নয়নে এক শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে গাণিতিক হারে শিক্ষার মান বাড়লেও বাড়েনি প্রকৃত শিক্ষার মান। আর এ কারণে সমাজ থেকে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব হচ্ছে না। শিক্ষা ছাড়া রাজনীতি, অর্থনীতির প্রবৃদ্ধি, সংস্কৃতি ও সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
তিন আরো বলেন, উন্নত প্রযুক্তি যেমন বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে, তেমনি শিক্ষার মানকেও গ্রাস করছে। এক্ষেত্রে সাম্প্রতিকালে ফেসবুকে বেশ কয়েকটি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকে ইঙ্গিত করেন তিনি।
জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক আবদুস সামাদ, এনটিভির বিশেষ প্রতিবেদক আহমেদ পিপুল, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশিদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপু ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের কথা শোনেন। তারা অভিযোগ করেন, প্রকৃত শিক্ষার ক্ষেত্রে বাধাগ্রস্ত করছে প্রশ্নপত্র ফাঁস, শ্রেণীকক্ষে পাঠদানে শিক্ষকদের উদাসীনতা ও কোচিং বাণিজ্য।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এসএইচ