ঢাকা: শিক্ষাদান ও শিক্ষাগ্রহণের ওপর দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক এই সম্মেলনটির উদ্বোধনের পর প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
একবিংশ শতাব্দীর শিক্ষা ও শিক্ষার্থীদের ভাবনার ওপরে স্বাগত বক্তব্য দেন লিবারেল আর্টস অ্যান্ড সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন ড. মাহাবুব আলম।
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য এম ওমর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (গুণগত মান নির্ধারণের প্রধান) অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন।
সম্মেলনের শুরুতেই ডরহম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক ডা. রবার্ট মথি ২১ শতকের শিক্ষা ও শিক্ষার্থীদের ভাবনার উপর এক কনফারেন্স বার্তায় আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এফবি/আইএ