বাকৃবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেন তারা।
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্-ই-আলম ও বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ছোলায়মান আলী ফকির।
মানববন্ধনে অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির বলেন, রাবিতে রেজাউল করিম সিদ্দিকীর মতো আগেও তিন শিক্ষককে হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা কেউই নিরাপদ নই। আমরা এই হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসআর