জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মওলানা ভাসানী হল। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন একই হলের ছাত্র মুসফিক উস সালেহীন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় আল-বেরুনী হল ও মওলানা ভাসানী হল অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী।
এর আগে ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতাটির আয়োজন করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৩টি আবাসিক হল অংশ নেয়।
সংগঠনের বর্তমান সভাপতি শেখ রাহাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, উপদেষ্টা অধ্যাপক রাশেদা আখতার, সংগঠনের সাবেক সভাপতি মাসুম রেজা মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক কৌশিক আজাদ প্রণয়, বর্তমান সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এএটি/আরএইচএস