বরিশাল: জাতীয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, সব এটিআই শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, সরকার কর্তৃক ঘোষিত ডিপ্লোমা কৃষিবিদদের কাগজ-কলমে দ্বিতীয় শ্রেণি পদমর্যাদা দেওয়ার দাবিতে বরিশালে ক্লাশ বর্জন কর্মূসচি পালন করছে কৃষি ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৫ মে) সকালে শহীদ মিনার চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ থেকে এসব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীরা।
দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেয় তারা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নাঈম আকন, শিক্ষার্থী তামিম, আকিব, রবিউল ইসলাম, লতা খানম, রিয়াজুল ইসলাম, ইরাজ, শিফাত, তামিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এটি