ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে ১১৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ১১, ২০১৬
কুমিল্লা বোর্ডে ১১৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস  

কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১১৯টি। যা গতবারের তুলনায় অনেক কম।

 

গতবার এ বোর্ডে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৭৬টি। এছাড়া গত ৫ বছরের মধ্যে এবারই ৩টি প্রতিষ্ঠান শতভাগ অকৃতকার্য তালিকায় স্থান পেয়েছে।  

বুধবার (১১ মে) সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ঘোষিত ফলাফল পর্যালোচনায় এমনটাই দেকা যায়।

কুমিল্লা বোর্ড সূত্র জানায়, ২০১২ সালে এ বোর্ডে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩০টি। পরের বছর ২০১৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭৫ এ। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১৬৭ এবং ২০১৫ সালে এ সংখ্যা ছিল ১৭৬টি। এ বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আরো কমেছে।  

এবার কুমিল্লা বোর্ডের পাসের হার ৮৪ দশমিক। জিপিএ-৫ পেয়েছে ৬  হাজার ৯৫৪ জন। এ বোর্ডের অধীনে ৬টি জেলায় ১ লাখ ৬০ হাজার ৫১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।