ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারিগরিতে বেড়েছে জিপিএ-৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ১১, ২০১৬
কারিগরিতে বেড়েছে জিপিএ-৫ ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবার কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। এ বছর মোট ৭ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

যা গত বছরের চেয়ে ১৬৫ জন বেশি।

বুধবার (১১ মে) এসএসসি, দাখিল ও সমমান-২০১৬ সালের পরীক্ষার ফল প্রকাশ হলে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলে কারিগরিতে ৮৩.১১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। যা গত বছরের তুলনায় ০.১০ শতাংশ বেশি।
 
এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৯৮ হাজার ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮১ হাজার ৯২৮ শিক্ষার্থী পাস করেছে। যদিও এবার পরীক্ষার্থী সংখ্যা গত বছরের তুলনায় ১১ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী কম ছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ১১, ২০১৬
টিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।