ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীর সেরা নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুন ২, ২০১৬
রাজশাহীর সেরা নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়

রাজশাহী: কারিগরি শ্রেণিতে রাজশাহী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভোকেশনাল) বিদ্যালয়। পাশাপাশি একই প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন হান্নান চৌধুরী।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এর স্বীকৃতি হিসেবে এ শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১টার দিকে রাজশাহী পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রধান হিসেবে সনদ নেন আব্দুল হান্নান চৌধুরী।

তার হাতে সনদ তুলে দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুক্তাদির আহম্মদ।

এর আগে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয় নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভো.) বিদ্যালয়। একইসঙ্গে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন হান্নান চৌধুরী।

আব্দুল হান্নান চৌধুরী বলেন, প্রতিষ্ঠানটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পেরে আমরা খুশি। শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করে সেজন্য সারাবছর কঠোর অনুশীলন এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকাণ্ড শক্তভাবে পরিচালনা করতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ