ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সুপার প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব শুক্রবার থেকে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুন ২, ২০১৬
শাবিপ্রবিতে সুপার প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব শুক্রবার থেকে

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একমাত্র ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) চার দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব শুক্রবার (০৩ জুন) থেকে শুরু হচ্ছে।

সংগঠনটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সুপার সভাপতি আশরাফুল বারী অভি।

বৃহস্পতিবার (০২ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে অয়োজিত এক মতবিনিমিয় সভায় এসব তথ্য জানান।

শুক্রবার আনন্দ র‌্যালি, আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজনের দ্বিতীয় দিন শনিবার (০৪ জুন) সুপার সদস্যদের নিয়ে সিলেটের প্রকৃতিকন্যা জাফলংয়ের সংগ্রামপুঞ্জিতে বনভোজন এবং রোববার (০৫ জুন) পথশিশুদের নিয়ে বিশেষ আয়োজন।

উৎসবের শেষ দিন সোমবার (০৬ জুন) দুপুর ১২টায় কেক কেটে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

এছাড়া প্রতিবছরের মতো বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীদের নিয়ে ফটো সেশনের আয়োজন করা হচ্ছে। সংগৃহীত ১০০টি ছবি নিয়ে নির্মিত স্যুভেনির ব্যানার আগামী ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবসে প্রদর্শন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমজেডআর/‍আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ