ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে দ্বিতীয় দফায় পাস ৫৩ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুন ৮, ২০১৬
বরিশাল বোর্ডে দ্বিতীয় দফায় পাস ৫৩ শিক্ষার্থী

বরিশাল: এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলের পুনঃনিরীক্ষণে ১৬৩ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
এর মধ্যে ফেল থেকে পাস করেছে আরো ৫৩ শিক্ষার্থী।

বুধবার (৮ জুন) পুনঃনিরীক্ষণের ফল বোর্ডের ওয়েব সাইডে দেওয়ার পর এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলে দেখা গেছে, জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যাও বেড়েছে। পুনঃনিরীক্ষণের আবেদন করে ১৭ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

১১ মে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। দুই পরীক্ষকের অসতর্কতার কারণে বরিশাল শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় হয়।

শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বাংলানিউজকে জানান, পাসের হার বৃদ্ধির হিসাব এখনো করা হয়নি। পরে করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ