বাকৃবি (ময়মনসিংহ): পবিত্র রমজান, শবে কদর, জামাতুল বিদা ও ঈদুল- ফিতর উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৪ জুন থেকে ১৭ দিনের ছুটি শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা যায়, ২৪ জুন থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। ১১ জুলাই থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হবে।
তবে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলবে ৩০ জুন পর্যন্ত এবং ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত অফিস বন্ধ থাকবে।
হল খোলা থাকা প্রসঙ্গে প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস বাংলানিউজকে জানান, ৩ জুলাই পর্যন্ত আবাসিক হলগুলো খোলা থাকবে এবং ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ তারিখ থেকে পুনরায় শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
আরবি/পিসি