ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আহত শিক্ষককে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
আহত শিক্ষককে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক গোলাম মাওলাকে দেখতে গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার (২৭ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত শিক্ষকের খোঁজ-খবর নেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
 
২৫ জুন ঢাকা থেকে গোপালগঞ্জ ফেরার পথে অধ্যাপক গোলাম মাওলা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পঙ্গু হাসপাতালে ভর্তির পর সোমবার তার বড় ধরনের অস্ত্রোপচার হয়।
 
অধ্যাপক গোলাম মাওলার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। একইসঙ্গে গোলাম মাওলার চিকিৎসার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

পঙ্গু হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও আহত অধ্যাপক গোলাম মাওলার স্ত্রী এ সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ