ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ৫১ কোটি ২০ লাখ টাকার বাজেট পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
রুয়েটে ৫১ কোটি ২০ লাখ টাকার বাজেট পাস

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৫১ কোটি ২০ লাখ টাকার বাজেট পাস হয়েছে।

বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ৭৮তম সিন্ডিকেট সভায় ভিসি অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে এ বাজেট অনুমোদন হয়।

বিকেলে রুয়েটের জনসংযোগ কর্মকর্তা জিএম মুর্তজা বিষয়টি নিশ্চিত করেন।

বাজেটের ৪৮ কোটি ২০ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দেওয়া সরকারি বরাদ্দ এবং বাকি তিন কোটি টাকা নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে।

পুরো বাজেটে আলাদাভাবে শিক্ষা খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা খাতে ২৯ কোটি ২২ লাখ, পেনশন খাতে ৬ কোটি ৫০ লাখ, মুলধন মঞ্জুরি খাতে ৩ কোটি ৬০ লাখ এবং অন্যান্য খাতে ১১ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এদিকে সিন্ডিকেট সভায় বিগত অর্থবছরের ৪৫ কোটি ১৫ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।

সংশোধিত বাজেটের ৩৮ কোটি ১৫ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারি বাজেট এবং ৭ কোটি টাকা নিজস্ব আয় থেকে অর্জিত দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ