ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

খুলনা: দীর্ঘ ৫৬ ঘণ্টা অপেক্ষার পর খুলনার ভৈরব নদ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান মোল্লার (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি খুলনার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ইমরান নগরীর শেখপাড়া মেইন রোড এলাকার আয়ুব মোল্লার ছেলে।

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ভৈরব নদে নোঙ্গরকৃত একটি জাহাজের তলা থেকে তার  মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রোববার সকাল ১০টার দিকে ভৈরব নদে গোসল করতে নেমে ইমরান নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার ওয়ার হাউজ ইন্সপেক্টর আবু বকর মৃধা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান ভৈরব নদের ৭ নম্বর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন। প্রায় তিনদিন ডুবুরিরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এমআরএম/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ