খুলনা: দীর্ঘ ৫৬ ঘণ্টা অপেক্ষার পর খুলনার ভৈরব নদ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান মোল্লার (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি খুলনার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ভৈরব নদে নোঙ্গরকৃত একটি জাহাজের তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে রোববার সকাল ১০টার দিকে ভৈরব নদে গোসল করতে নেমে ইমরান নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার ওয়ার হাউজ ইন্সপেক্টর আবু বকর মৃধা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান ভৈরব নদের ৭ নম্বর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন। প্রায় তিনদিন ডুবুরিরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এমআরএম/টিআই