ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গুলশান হামলার ঘটনায় শাবি শিক্ষকদের নিন্দা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
গুলশান হামলার ঘটনায় শাবি শিক্ষকদের নিন্দা

 সিলেট (শাবিপ্রবি): রাজধানীর গুলশান হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষকরা।

এমন জঘন্য দু’টি হামলায় জড়িত জঙ্গি গোষ্ঠী এবং তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।



রোববার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকদের আহবায়ক অধ্যাপক আখতারুল ইসলাম এ নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয় জঙ্গিবাদ, দেশ, জাতি, ধর্ম ও মানবতার শত্রু। এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে ছাত্রদের ব্যবহৃত হতে না দেওয়ার লক্ষ্যে পরিবার ও সমাজকে সচেতন হওয়ার আহ্বানও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ