ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের বই পড়তে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
‘শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের বই পড়তে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও বই পড়তে হবে বলে মনে করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।

তিনি বলেন, ‘সমাজে বইপড়া বৃদ্ধি পাচ্ছে এটা শুভ লক্ষণ।

শিক্ষার্থীদের মতো শিক্ষকরাও যদি বই পড়েন তবে তারা শিক্ষার্থীদের মানুষ হিসেবে গঠনে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবেন। ’

বুধবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে ময়মনসিংহ ‘কারিতাস’ এর মিলনায়তনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির নির্বাচিত সেরা সংগঠক সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তরুণদের বইমুখী করতে সেকায়েপ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগকে অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে সেকায়েপ প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (মউশি) পরিচালক প্রফেসর মো. আব্দুল মোতালেব।

মাহামুদ-উল-হক বলেন, ‘বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন দেখার জন্য বই পড়ার গুরুত্ব অপরিসীম। লাইব্রেরি উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য সেকায়েপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের ২৫০টি উপজেলার প্রায় ১২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠ্যাভাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার শরিফ মো. মাসুদ, আনন্দমোহন কলেজের অধ্যাপক ড. সুজন কুমার সরকার, সেকায়েপ’র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ময়মনসিংহ বিভাগের ১৩টি উপজেলার নির্বাচিত মোট ৬২ জন সেরা সংগঠককে সম্মাননা পুরস্কার ও সনদপত্র দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬

 

এমএএএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ