ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ জন মেধাবী শিক্ষার্থীর ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের পক্ষ থেকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- লেভেল-৪ থেকে: জহির উদ্দিন রুবেল, লিতা বিশ্বাস ও তাহমিনা শিকদার। লেভেল-৩ থেকে: নিপু সেন, রোকনুজ্জামান খাঁন, আল-ওয়াসিফ ও ইমরান হোসেন। লেভেল-২ থেকে: সারমিন খাতুন, জান্নাতুল নাঈম, শাহাদাত হোসাইন, নাজনিন আরা ও রহমত উল্লা, লেবেল-১ থেকে: তানজিলা রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা।
প্রফেসর ড. মো. মোফাজ্জল হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মো.শহীদুর রশীদ ভূঁইয়া, কাজী ফার্ম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, সাউরেসের পরিচালক ড. আনোয়ারুল হক বেগ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
জিসিপি/আইএ