ঢাকা: বন্যাদুর্গত এলাকায় বন্ধ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তাদের সুবিধামত সময়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সাম্প্রতিক বন্যায় দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়।
কোথাও কোথাও প্রাথমিক বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে।
প্রাথমিকের বর্ষপঞ্জিতে আগামী ৩ থেকে ১১ আগস্টের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
সোমবার (০১ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর বাংলানিউজকে বলেন, বন্যার কারণে যেসব বিদ্যালয় বন্ধ রয়েছে সেসব স্কুলকে বর্ষপঞ্জির বাইরে রেখে সুবিধামত সময়ে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিগগিরই এ সংক্রান্ত চিঠি বন্যা কবলিত জেলাগুলোর শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হবে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এমআইএইচ/বিএস