ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে পিইসিতে অনুপস্থিত ১১ হাজারের বেশি পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
সিলেটে পিইসিতে অনুপস্থিত ১১ হাজারের বেশি পরীক্ষার্থী

সিলেট বিভাগে এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার প্রথম দিনে ১১ হাজার ৬শ ৬২ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

সিলেট: সিলেট বিভাগে এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার প্রথম দিনে ১১ হাজার ৬শ ৬২ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

রোববার (২০ নভেম্বর) সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা আক্তার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তাহমিনা আক্তার বলেন, সিলেট বিভাগের চার জেলায় অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে দুই লাখ ৪৭ হাজার ৩শ ৩১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। এর মধ্যে দুই লাখ ২৫ হাজার ৬শ ৪৯ জন পরীক্ষার্থী উপস্থিত হয়েছে।  

তাহমিনা বলেন, অনুপস্থিতির মধ্যে প্রাথমিকে সিলেটে দুই হাজার ৭শ ৭৮ জন, ইবতেদায়ীতে ৭শ ৬৯ জন, সুনামগঞ্জে প্রাথমিকে তিন হাজর ৩০৪ জন, ইবতেদায়ীতে ৫শ ৯৪, হবিগঞ্জে প্রাথমিকে দুই হাজার ২শ ৯১ ও ইবতেদায়ীতে ৪শ ৬৯, মৌলভীবাজারে প্রাথমিকে এক হাজার ১শ ৫১ ও ইবতেদায়ীতে ৩শ ২৬ জন অনুপস্থিত ছিলো। প্রাথমিকে উপস্থিতির হার ৯৫ দশমিক ৮৬ শতাংশ এবং ইবতেদায়ীতে ৮৭ দশমিক ৫১ শতাংশ।  

এবার সিলেট বিভাগে প্রাথমিকে দুই লাখ ৩০ হাজার ৪৪ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ১৭ হাজার ২শ ৮৭ জন পরিক্ষার্থী ছিলো। তাদের মধ্যে প্রাথমিক ছাত্র এক লাখ তিন হাজার ৭শ ৪১ জন এবং ছাত্রী এক লাখ ২৬ হাজার ৩০৩ জন। আর ইবতেদায়ীতে ছাত্র নয় হাজার ৮শ ৭৯ জন এবং  ছাত্রী সাত হাজার ৪০৮ জন।

বিভাগের মধ্যে সিলেট জেলায় প্রাথমিকে পরিক্ষার্থী ৭৯ হাজার ৩শ ৬১ জন, ইবতেদায়ীতে সাত হাজার ২শ ৭৫ জন।   মৌলভীবাজারে প্রাথমিকে ৪৩ হাজার ২শ ৩৫ জন, ইবতেদায়ীতে তিন হাজার ২শ ৬৭ জন। হবিগঞ্জে ইবতেদায়ীতে ৫১ হাজার ৫শ ৬৯, ইবতেদায়ীতে দুই হাজার ৫শ ৯১ জন। সুনামগঞ্জে প্রাথমিকে ৫৫ হাজার ৮শ ৭৯ জন, ইবতেদায়ী চার হাজার ১শ ৫৪ জন।

এ বছর সিলেট বিভাগে ৬শ ১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিলেটে ২০৭, মৌলভীবাজারে ১০৮, হবিগঞ্জে ১৩৫ ও সুনামগঞ্জে ১৬৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো দুই লাখ ৫৫ হাজার ৭০ জন।   এর মধ্যে প্রাথমিকে ছিল দুই লাখ ৩৭ হাজার ২শ ৮০ জন।   অংশ নেওয়া পরিক্ষার্থী ছিলো দুই লাখ ২৪ হাজার ৭শ ৭৪ জন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এনইউ/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।