ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশে (আইইউবি) ‘প্রযুক্তি মানব জীবনের অনুষঙ্গ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আইইউবি’র স্কুল অব বিজনেসের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।
উদ্ভাবনী ও অংশগ্রহণমূলক উপস্থাপনার মধ্য দিয়ে তিনি প্রযুক্তির বিবর্তনের উপর গুরুত্বারোপ করে সবাইকে এর সুবিধা নেওয়ার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রযুক্তি ব্যবহারে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপখাওয়ানোর আহ্বান জানান সোনিয়া বশির কবির।
অনুষ্ঠানে আইইউবি-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী ও উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে সূচনা বক্তব্য দেন আইইউবি-এর স্কুল অব বিজনেসের ডিন ড. সারোয়ার উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমএ/