জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অফিসার সমিতির নির্বাচন আগামী ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ নভেম্বর) সমিতির নির্বাচন কমিশনের সদস্য-সচিব ও সহকারী রেজিস্ট্রার (আইন) মো. মাহতাব-উজ-জাহিদ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির গঠনতন্ত্রের ১১ ধারা অনুসারে জাবি অফিসার সমিতির ২০১৭-১৮ (১ জানুয়ারি ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত) সালের নির্বাহী পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
১৫টি পদে এবারের নির্বাচন হবে। এগুলো হচ্ছে- সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও আটজন সদস্য।
আগামী ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫ ডিসেম্বর (সোমবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচন কমিশনের সদস্য-সচিবের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
আর ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) মনোনয়ানপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করার পর ১৫ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর (শনিবার)।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা নভেম্বর ২৬, ২০১৬
জিপি/এমএ