ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পদার্থবিজ্ঞানী সলিমউল্লাহর মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
পদার্থবিজ্ঞানী সলিমউল্লাহর মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ সলিমউল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ সলিমউল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বুধবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবাণী জানান।

এতে বলা হয়, তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিজ্ঞান গবেষণায় তাঁর অবদান জাতি চিরদিন মনে রাখবে। বিজ্ঞান গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক পুরস্কার অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুর দিকের একজন শিক্ষক হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামো সম্প্রসারণে তাঁর অবদান ছিলো উজ্জ্বল। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

মরহুমের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার আত্মার শান্তি কামনা কর‍া হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।