ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার শুরু ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী স্প্রিং সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরে ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এ অ্যাডমিশন ফেয়ারের উদ্বোধন করা হয়।

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী স্প্রিং সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরে ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এ অ্যাডমিশন ফেয়ারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব.), পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) মেজর এজাজ আফজাল বীরপ্রতীকসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

ফেয়ার চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।

প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০১৬
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।