ঢাকা, সোমবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে অবরুদ্ধ উপাচার্য, সিন্ডিকেট বৈঠক শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
শাবিপ্রবিতে অবরুদ্ধ উপাচার্য, সিন্ডিকেট বৈঠক শুরু শাবিপ্রবিতে ক্লাস পরীক্ষা স্থগিতের ঘটনায় অবরুদ্ধ উপাচার্য ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রহল বন্ধ ও ক্লাস পরীক্ষা স্থগিতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবরুদ্ধ অবস্থায় রাত পার করেছেন উপাচার্য আমিনুল হক ভূঁইয়া।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রহল বন্ধ ও ক্লাস পরীক্ষা স্থগিতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবরুদ্ধ অবস্থায় রাত পার করেছেন উপাচার্য আমিনুল হক ভূঁইয়া।

 

দাবি না মানায় এখনও উপাচার্য কার্যালয় ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থীরা।

তারা প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগান দিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় সিন্ডিকেট বৈঠক শুরু হয়। এতে প্রশাসনের পরবর্তী সিদ্ধান্ত  আসতে পারে।

এর আগে বুধবার (২২ ডিসেম্বর) রাতে সিন্ডিকেট সভা আহ্বান করলেও শিক্ষার্থীদের দাবি না মানায় সিন্ডিকেট বৈঠকের উদ্যোগ পণ্ড হয়ে যায়।

রাত ১টায় উপাচার্য তার কার্যালয় থেকে বেরিয়ে যেতে চাইলেও শিক্ষার্থীদের তোপের মুখে ফিরে যান।

অন্যদিকে বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জরুরি বৈঠক শুরু হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬

এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।