ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ভেড়ার কৃত্রিম প্রজনন বিষয়ে কর্মশালা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বাকৃবিতে ভেড়ার কৃত্রিম প্রজনন বিষয়ে কর্মশালা বাকৃবিতে ভেড়ার কৃত্রিম প্রজনন বিষয়ে কর্মশালা-ছবি: বাংলানিউজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেড়া উৎপাদনের কৃত্রিম প্রজনন বিষয়ে খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেড়া উৎপাদনের কৃত্রিম প্রজনন বিষয়ে খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আফতাব হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাকৃবির ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএডিসি’র উপ-পরিচালক মো. খোরশেদ আলম।

কর্মশালার সমন্বয়কারী হিসেবে ছিলেন-অপটিমাইজেশন অব এমওইটি শিপ ইন বাংলাদেশের প্রধান গবেষক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ