ঢাকা: সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে। পাসের হারের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে আছে মেয়েরা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়।
এ বছর ৮টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন। গত বছর ছিল ১ লাখ ৮৭ হাজার ৫০২ জন, বেড়েছে ৪৭ হাজার ৫৫৭ জন। মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫২৯ জন। গত বছর ছিল ৮ হাজার ৭৬১ জন। এবার জিপিএ-৫ বেড়েছে ৩ হাজার ৭৬৮ জন।
৮টি বোর্ডে ১৯ লাখ ৯৩ হাজার ৩১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৯ হাজার ৯৯ জন, পাস করেছিল ১৭ লাখ ৮০ হাজার ৭৭০।
এবার পরীক্ষার্থী বেড়েছে ৬৪ হাজার ২১৭ জন, পাসের সংখ্যা বেড়েছে ৭০ হাজার ৭২৬ জন। গতবছর পাসের হার ছিল ৯২ দশমিক ৩১ শতাংশ এবার পাস করেছে ৯২ দশমিক ৮৯ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৫৩ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন। পাসের হার ৯৪ দশমিক ০২ শতাংশ। গত বছর শিক্ষার্থী ছিল ৩ লাখ ৪৩ হাজার ১৯০ জন, পাস করেছিল ৩ লাখ ১৭ হাজার ৩১২ জন। এবার শিক্ষার্থী বেড়েছে ১০ হাজার ৪৫৩ জন, পাসের সংখ্যা বেড়েছে ১৫ হাজার ১৬৭ জন।
এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ১০ লাখ ৯৬ হাজার ৫২২ জন ছাত্র অংশ নেয়, এর মধ্যে পাস করেছে ১০ লাখ ১৮ হাজার ৯১৯ ছাত্র। অন্যদিকে ১২ লাখ ৫০ হাজার ৪৩৭ ছাত্রীর মধ্যে ১১ লাখ ৬৫ হাজার ৫৬ জন পাস করেছে। এবার ছাত্রদের তুলনায় ১ লাখ ৫৩ হাজার ৯৯৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ১৩৭ জন।
এবার ছেলেদের পাসের হার ৯২ দশমিক ৯২ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ০ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।
এবার ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮৬ হাজার ৩৫০ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৬ হাজার ৩৩৯ জন, ছাত্রী ৫০ হাজার ১১ জন। রাজশাহী বোর্ডে ছাত্র ১৮ হাজার ৫৯৫ জন, ছাত্রী ২১ হাজার ৮৭৬ জন, মোট ৪০ হাজার ৪৭১ জন। কুমিল্লা বোর্ডে ছাত্র ৭ হাজার ১৬১ জন, ছাত্রী ১২ হাজার ২৫ জন, মোট ১৯ হাজার ১৮৬ জন।
যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩ জন। এরমধ্যে ছাত্র ৯ হাজার ৬০৯ জন, ছাত্রী ১২ হাজার ৩৯৪ জন। চট্টগ্রাম বোর্ডে ছাত্র ৬ হাজার ৩১৫ জন, ছাত্রী ৭ হাজার ৮২০ জন, মোট ১৪ হাজার ১৩৫ জন।
বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৫৭০ পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৫ হাজার ৬৬০, ছাত্রী ৯ হাজার ৯১০ জন। সিলেট বোর্ডে ছাত্র ৪ হাজার ৪৫৭ জন, ছাত্রী ৫ হাজার ৭৯৮ জন, মোট ১০ হাজার ২৫৫ জন। দিনাজপুর বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৮৯ জন। এর মধ্যে ছাত্র ১২ হাজার ৫৩৫ জন, ছাত্রী ১৪ হাজার ৫৫৪ জন। মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫২৯ জন।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এসএম/এমজেএফ