ঢাকা: প্রকাশিত জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে ভালো করেছে ছাত্রীরা। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ০২ শতাংশ।
মাদ্রাসা বোর্ড থেকে জেডিসি পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৫৩ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন।
১ লাখ ৮৯ হাজার ৭৫ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৩৭৩ জন। ১ লাখ ৬৪ হাজার ৫৬৮ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৪ হাজার ১০৬ জন।
মাদ্রাসা বোর্ডে মোট ১২ হাজার ৫২৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৬ হাজার ৮৫৫ জন এবং ছাত্র ৫ হাজার ৬৭৪ জন।
মাদ্রাসা বোর্ডে গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৩ লাখ ৪৩ হাজার ১৯০ জন। এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১০ হাজর ৪৫৩ জন।
গত বছর কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩ লাখ ১৭ হাজার ৩১২ জন। পাসের সংখ্যা বেড়েছে ১৫ হাজার ১৬৭ জন। পাসের হার গত বছরের চেয়ে ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয়েছে ৯৪ দশমিক ০২।
মাদ্রাসা বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ২০৩টি। যা গত বছর ছিলো ২ হাজার ৭৮৪টি। শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪১৯টি।
শূণ্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের মতোই ২০টি। গত বছরের চেয়ে ৯টি কেন্দ্র বেড়ে এবার ৭৩২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এমএন/জেডএস