ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৯৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৯৯

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৯৯ শতাংশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

দিনাজপুর: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৯৯ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ১৬ হাজার ৭২১ জন। এদের মধ্যে ছাত্রের পাসের হার ৯২.৫৪ শতাংশ ও ছাত্রীর পাসের হার ৯৩.৪১। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৮৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ১২ হাজার ৫৩৫ জন ও ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৫৫৪ জন।

এ বছর পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ৮৯৯টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে আর ৬টি স্কুলের একজনও পাশ করেনি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।