ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
জাবিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম/ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল-জেইউ) আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পেশাগত সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক।

শিক্ষকের শেখার ইচ্ছে থাকতে হবে। শেখার ইচ্ছাই শিক্ষককে জাগ্রত করে রাখে।

প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকদের গুণগত মান বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

সিইটিএল-জেইউ’র পরিচালক অধ্যাপক শেখ মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, ইটিএল এর উপ-পরিচালক অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমানসহ প্রমুখ।

কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষণ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক দারা শামসুদ্দিন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫ জন তরুণ শিক্ষক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।